ভাষা সৈনিক মিয়া মোহনের সহধর্মিনীর দাফন সম্পন্ন

ভাষা সৈনিক ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট শামসুল বারী মিয়া মোহনের সহধর্মিনী জোবায়েদা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। গত সোমবার বিকেলে রাজধানীর মিরপুর শহীদ বুদ্দিজীবী কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।
এর আগে, বাদ আসর ধানমন্ডির তাকওয়া মসজিদে জোবায়েদা খাতুনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় অংশ নেন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ, বিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ও আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য শহীদুল ইসলাম নীরু ও আওয়ামী লীগ নেতা শাহে আলম মুকুলসহ বিভিন্ন শেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এডভোকেট শামসুল বারী মিয়া মোহনের সহধর্মিনী জোবায়েদা খাতুন গত সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ৫ ছেলে সন্তানসহ বহু আত্বীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জোবায়েদা খাতুনের বড় ছেলে বিশিষ্ট চিকিৎসক প্রফেসর শহীদুল বারী। দেশের বিশিষ্ট ফার্মাসিষ্ট সাজ্জাদুল বারী উজ্জল মরহুমার আরেক সন্তান।
আলমগীর কবির