পুরোনো গানকে নতুন করে নিয়ে আসলেন জুয়েল

নতুন ও পুরোনো ভিন্ন ভিন্ন স্বাদের গান নিয়ে মাঝে মাঝে হাজির হন সংগীত শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ হয়েছে মাহমুদুজ্জামান বাবুর লেখা প্রায় ২০ বছর আগের গান ‘আসবো না আর ফিরে’। সুর করেছেন রিয়াদ হাসান। সংগীতায়োজন করেছেন শাহরিন শাহরিয়ার। এই গানচিত্রটি প্রকাশ করেছে গানচিল মিউজিক।
জুয়েল বলেন, ‘আসবো না আর ফিরে’ গানের কথা অসাধারণ। কথাগুলো খুব ভালো লাগায় যত্নে করে রেখে দিই। অবশেষে প্রায় ২০ বছর পর গানটি প্রকাশ হওয়ায় ভালো লাগছে। গানের অডিও করেছি ২০১৮ সালে। গানের কাজে সহযোগিতার জন্য প্রিয় রিয়াদ ও শাহরিনকে ধন্যবাদ।’ গত বছরের শেষের দিকে ‘বেশি কিছু নয়’ অ্যালবামের ‘এ কোন ব্যথায়’, ‘একটা মানুষ’ অ্যালবামের ‘কেন জানি’ গানগুলো গেয়েছেন জুয়েল। ২২ বছর আগের ওই গানের সুর ও সংগীত করেছিলেন আইয়ুব বাচ্চু। নতুন করে ইডিএম স্টাইলে সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত। এটি প্রকাশ হয় ডিজে রাহাত ইউটিউব চ্যানেলে।
রোমান রায়