বাহাদুর শাহ পার্ক। এখানেই রয়েছে উপমহাদেশে প্রথম স্বাধীনতা যোদ্ধাদের স্মৃতি চিহ্ন। সদরঘাটের পথে যাদের নিত্য আনাগোনা তাঁরা হয়তো খেয়ালই করেন না। এখানেই ফাঁসিতে ঝোলানো হয়েছিলো সেই বিদ্রোহীদের। ১৮৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কম্পানির সেনাবাহিনীতে কর্মরত বাঙ্গালী সৈন্যরা বিদ্রোহ করেছিল। যুদ্ধ করেছিল দখলদার ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে, স্বাধীনতার জন্য। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, যশোর, দিনাজপুরে নৌ ব্রিগেড পাঠিয়ে দমন করা হয়েছিলো সেই বিদ্রোহ। কেউ যুদ্ধে শহীদ হয়েছেন, কেউ আত্মগোপন করেছেন আর যারা ধরা পড়েছিলেন তাঁদের প্রকাশ্যে ফাঁসি দেয়া হয়েছিল। ঢাকায় ফাঁসির স্থানটি বাহাদুর শাহ পার্ক। সেদিনটা ছিল ১০ মে। স্বশ্রদ্ধ সালাম সেই বিদ্রোহী সেনাদের।
মুজতবা সউদ