কপালে ছোট্ট টিপ। নাকে নথ। হাতে চওড়া বালা। লাল লেহেঙ্গায় যেন নববধূ। নিজের এই সাজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তাক লাগালেন টালিউডের মধুমিতা সরকার। বেশির ভাগ সময়ই পশ্চিমা পোশাকে দেখা যায় অভিনেত্রীকে। মাঝেমধ্যে ইনস্টাগ্রামের দেওয়ালে ভেসে ওঠে শাড়ি পরা ছবিও। এবার লাল লেহেঙ্গায় মন মজেছে তার। তবে বিশেষ কোনও উপলক্ষ নেই। আচমকাই গ্রীষ্মের এক দুপুরে লাবণ্য দিয়ে নেটমাধ্যমে একরাশ মুগ্ধতা ছড়িয়ে দিলেন তিনি। মধুমিতাকে এই সাজে দেখে আপ্লুত নেটাগরিকরাও। পোস্টের মন্তব্য বিভাগে অভিনেত্রীকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তারা।
আলমগীর কবির