পুরস্কৃত হলেন মৌসুমী মৌ

এই সময়ের ব্যস্ত উপস্থাপিকা মৌসুমী মৌ। চমৎকার উপস্থাপনার জন্য কেড়েছেন দর্শকদের মন। ৩০ মার্চ ঢাকার রিজেন্সি হোটেলে আয়োজিত ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ডে তিনি পেলেন উপস্থাপনার স্বীকৃতি। পেয়েছেন সেরা উপস্থাপকের পুরস্কার।
এ প্রসঙ্গে সুন্দরী এ উপস্থাপিকা বলেন, যে কোনো স্বীকৃতি আনন্দের। প্রথমবার কোনো পুরস্কার পেলাম। এ পুরস্কার আরও ভালো উপস্থাপনার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আরও বলেন, এ পুরস্কার প্রাপ্তিতে আমি দর্শকদের প্রতিও কৃতজ্ঞ। তাদের ভালোবাসা ও সমর্থন ছিলো বলেই এ স্বীকৃতি পেয়েছি।
উল্লেখ্য, মৌসুমী মৌ নিয়মিত বিভিন্ন টেলিভিশন চ্যানেলে উপস্থাপনা করছেন। অনলাইন ভিত্তিক অনুষ্ঠান সঞ্চালনাতেও তিনি সরব।
রোমান রায়