এই সময়ের ব্যস্ত উপস্থাপিকা মৌসুমী মৌ। চমৎকার উপস্থাপনার জন্য কেড়েছেন দর্শকদের মন। ৩০ মার্চ ঢাকার রিজেন্সি হোটেলে আয়োজিত ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ডে তিনি পেলেন উপস্থাপনার স্বীকৃতি। পেয়েছেন সেরা উপস্থাপকের পুরস্কার।
এ প্রসঙ্গে সুন্দরী এ উপস্থাপিকা বলেন, যে কোনো স্বীকৃতি আনন্দের। প্রথমবার কোনো পুরস্কার পেলাম। এ পুরস্কার আরও ভালো উপস্থাপনার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আরও বলেন, এ পুরস্কার প্রাপ্তিতে আমি দর্শকদের প্রতিও কৃতজ্ঞ। তাদের ভালোবাসা ও সমর্থন ছিলো বলেই এ স্বীকৃতি পেয়েছি।
উল্লেখ্য, মৌসুমী মৌ নিয়মিত বিভিন্ন টেলিভিশন চ্যানেলে উপস্থাপনা করছেন। অনলাইন ভিত্তিক অনুষ্ঠান সঞ্চালনাতেও তিনি সরব।
রোমান রায়