আজ সুচিত্রা সেনের জন্মদিন

আজ ৬ এপ্রিল, আপনার জন্মদিন। আপনিই প্রথম ভারতীয় নায়িকা, যিনি কোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন। মনে আছে? ১৯৬৩ সালে মস্কো চলচ্চিত্র উৎসবে ‘সাত পাকে বাঁধা’ ছবিতে অভিনয়ের জন্য পেয়েছিলেন ‘সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাকট্রেস’ পুরস্কার। ভারত সরকার আপনাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেছে। ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার পেলেও জনসম্মুখে না জাওয়ার সিদ্ধান্তে অটল থেকে আপনি সেই পুরস্কার আনতে জাননি। ভারতের পশ্চিম বংগ সরকার আপনাকে সর্বোচ্চ পদক বঙ্গবিভূষণ দিয়ে সম্মানিত করেছেন। আসলে আপনি আপনার বয়স হওয়া মুখ কাউকে দেখাননি বলে সবার মনের মুকুরেই আপনার সেই অনিন্দ্য সুন্দর মুখ আজও ভাসমান। আপনি পাবনায় জন্মাবেন বলেই, সেখানে পাগলের হাসপাতাল খুলতে হয়েছিলো কিনা জানিনা, শুধু এটুকু জানি, আপনার জন্য পাগল হয়েছিলো গোটা বাংলার মানুষ। এখন করোনা ভাইরাস আতংকে বিপর্যস্ত বিশ্ব, অথচ এই আতংকেও আপনার সেই মুখের ছবি দেখে আনমনা হয় বাংলা ভাষাভাষী মানুষ, এটা কি পাগলামি নয়? বাংলার প্রতিটি ফুল, তরুলতা, দূর্বা-ঘাস, বহমান জল, বলে চলে আপনারই কথা। এসব কি পাগলামি নয়? বাংলার এক পাগল করা ভালোবাসার নাম, আপনিঃ সুচিত্রা সেন। আজ আপনার জন্মদিন। আমাদের শুভেচ্ছা, ভালোবাসা আর অঞ্জলি গ্রহন করুন।
মুজতবা সউদ