বিজ্ঞাপন এর শুটিং করলেন চিত্রনায়িকা বুবলী

সম্প্রতি ‘চোখ’ নামে নতুন সিনেমার শুটিং শেষ করেছেন চিত্রনায়িকা শবনব বুবলী। এবার প্রস্তুতি নিচ্ছেন পরবর্তী সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’-এর শুটিংয়ের। এর ফাঁকে নতুন একটি বিজ্ঞাপনের শুটিং করলেন তিনি। গত শনিবার বিজ্ঞাপনটির শুটিং শেষ করেছেন বলে জানালেন বুবলী নিজেই। নতুন এই কাজ নিয়ে বুবলী বলেন, ’অনেকদিন পর বিজ্ঞাপন করলাম, নাসির মিরর গ্লাসের বিজ্ঞাপন। শুটিং শেষ করেছি। নাসির গ্লাসের গুণগত মান এবং এর চাহিদা সম্পর্কে আমরা জানি, বেস্ট কোয়ালিটি যাকে বলা হয় । এবার তাদের নতুন সংযোজন নাসির মিরর গ্লাস। নাসির গ্রুপকে অসংখ্য ধন্যবাদ আমাকে নিয়ে এতো সুন্দর করে পরিকল্পনা করে বিজ্ঞাপনটিতে সম্পৃক্ত করার জন্য।’ বুবলী আরও বলেন, ’বিজ্ঞাপনের ক্ষেত্রে বরাবরই আমি বেশি প্রাধান্য দেই কোয়ালিটি পণ্যকে। কারণ একজন সচেতন মানুষ হিসেবে মনে করি কোনো কিছুর বিজ্ঞাপনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করা মানে এটি একটি দায়বদ্ধতা। অবশ্যই সেই পণ্যের গুণগত মান সঠিক ও নির্ভরযোগ্য কিনা তা যাচাই করি।’
বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন নাঈমূল ইসলাম। শিগগিরই বিজ্ঞাপনটি দেশের টিভি চ্যানেলে সম্প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।
আলমগীর কবির