স্বপ্ন পূরণের পথে বৈশাখী

সুন্দরী-গ্ল্যামারাস তরুণী বৈশাখী। সু-নয়না আর বন্ধু-বৎসল এই তরুণী এখন দেশীয় শোবিজ মিডিয়ার আলোচিত নতুন মুখ। অভিনয় করছেন টিভি মিডিয়ার নাটক, টেলিফিল্মে। মডেলিং করছেন বিজ্ঞাপনচিত্র আর মিউজিক ভিডিওতে। শর্ট ফিল্মেও অভিনয় করছেন। তবে বৈশাখীর অভিনেত্রী হিসেবে পথ চলার সুচনা চলচ্চিত্রের মাধ্যমে। তাও আবার জাকির হোসেন রাজুর মতো তারকা পরিচালকের ছবিতে। বৈশাখী জানান, ছবিটির নাম ‘সাহসী সাংবাদিক’। এই ছবিতে তার চরিত্র নায়িকার।
চলচ্চিত্রের মাধ্যমে মিডিয়ার চৌকাঠে পা রাখা বৈশাখী এরপর নাটকে অভিনয় করেন। অভিনীত প্রথম নাটক ‘চাপাবাজ’। এই মেগা সিরিয়ালের পর তিনি অভিনয় করেন মেগাসিরিয়ার অ্যাকশন গোয়েন্দা এবং কমেডি ৪২০ এ। তার অভিনীত একক নাটকগুলো হলো মেন্টাল, স্যালুট, বিড়ম্বনা, প্রেম পরীক্ষা ইত্যাদি। এন্টিবায়োটিক নামের একটি টেলিফিল্মেও অভিনয় করছেন তিনি। অন্যদিকে অন্ধ ফকিরের আফসোস নামের একটি শর্ট ফিল্মেও অভিনয় করেছেন বলে জানান বৈশাখী।
মিউজিক ভিডিওতে তিনি মডেল হয়েছেন ইলিয়াস, নদী, পরান সহ আরও বেশ ক’জন কণ্ঠশিল্পীর। আর মেডোনা ফেয়ারনেস ক্রীম এবং গার্ডেন জুস-এর বিজ্ঞাপনচিত্রে বৈশাখীকে মডেল হিসেবে দেখা গেছে। অল্পদিনের শোবিজ ক্যারিয়ারে আলোচিত এই তরুণী অভিনয় করেছেন সাব্বির, হাসান জাহাঙ্গীর, শাহেদ শরীফ খান, অভি প্রমুখ নায়কের নায়িকা চরিত্রে।
ঢাকার একটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী সুন্দরী এই নায়িকা তার শোবিজ ক্যারিয়ার পরিচালনা করছেন পড়াশোনার পাশাপাশি। নিজের ভবিষ্যৎ শোবিজ ক্যারিয়ার নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে বৈশাখী বলেন, আপাতত আমার ভাবনায় শুধু টিভি মিডিয়ায় কাজ করা। নাটক, টেলিফিল্ম, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনচিত্রে জনপ্রিয়তা অর্জন এবং শক্ত অবস্থানে নিজেকে দাঁড় করাতে চাই। এরপর হয়তো চলচ্চিত্রে আবার অভিনয় শুরু করবো। শোবিজের আলোচিত ও সুন্দরী এই নতুন মডেল-অভিনেত্রী দেশ সেরা একজন মডেল-অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়েই শোবিজে এসেছেন বলে জানালেন। তার স্বপ্ন পূরণ হোকÑ এই প্রত্যাশা আমাদের।
অর্ণব আদিত্য