বইমেলায় জাতীয় প্রেস ক্লাবের ‘স্টল’ উদ্বোধন

বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় এই প্রথমবারের মতো জাতীয় প্রেস ক্লাবের স্টল উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান প্রেস ক্লাবের এ স্টল উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রেসক্লাবের এ উদ্যোগক স্বাগত জানাই। বইমেলা আমাদের প্রাণের মেলা। সব শ্রেণির মানুষের মিলনমেলায় পরিণত হয় এ বইমেলা। সাংবাদিকরা সব সময় খবর লেখেন। এদের মধ্যে অনেকেই সৃজনশীল লেখাও লেখেন। এই স্টল থাকায় সেই লেখকদের সঙ্গে পাঠকদের যুক্ত হওয়ার একটি সুযোগ সৃষ্টি হলো।’ জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘প্রেসক্লাব প্রথমবারের মতো এ স্টল দিলো। আমাদের যেসব সদস্যদের বই প্রকাশ পেয়েছে তাদের সবার বই স্থান দেওয়া হবে এ স্টলে।’
তিনি আরো বলেন, ‘প্রেস ক্লাব বরাবরই সাহিত্য সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে আসছে। প্রেসক্লাবের অনেক সদস্যের বিচরণই সাহিত্যাঙ্গনে রয়েছে। তাদের মধ্যে অনেক কবি সাহিত্যিক রয়েছেন। যারা দেশি-বিদেশী সাহিত্য নিয়ে কাজ করে আসছেন। পাশাপাশি দেশ ও সমাজের সমসাময়িক বিষয়বস্তু ও ধ্যান-ধারণা নিয়ে প্রেস ক্লাবের অনেক সদস্যই লেখালেখির মাধ্যমে তাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে আলোকপাত করে থাকেন। মেলায় আগত পাঠকদের সঙ্গে লেখকদের মেলবন্ধন রচনা করতে এ স্টল উল্লেখ্যযোগ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।’
উদ্বোধনকালে অতিথিরা তথ্য প্রতিমন্ত্রীকে জাতীয় প্রেসক্লাব থেকে প্রকাশিত গ্রন্থ ‘রক্তে গাঁথা বর্ণমালা’ উপহার দেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য শাহনাজ বেগম পলি, শাহনাজ পারভীন, রেজানুর রহমান, কাজী রওনাক হোসেন ও রহমান মুস্তাফিজ প্রমুখ।
জাতীয় প্রেসক্লাবের স্টল উদ্বোধন শেষে ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) স্টল উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী। ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি মোরসালিন নোমানীসহ সংগঠনের অন্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
সৌজন্য : উইমেনআই২৪