আজ ওস্তাদ বিসমিল্লাহ খানের জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধা

সানাই। সুখে কিংবা দুখে, মানুষের অত্যন্ত কাছের একটি বাদ্যযন্ত্র। আর এই বাদ্যযন্ত্রকে মানুষের জীবনের কাছে যিনি টেনে নিয়ে এসেছেন তিনি ওস্তাদ বিসমিল্লাহ খান। ধ্রুপদী সংগীতে যে তিনজন ভারতের সর্বোচ্চ সম্মাননা “ভারতরত্ন” পদক পেয়েছেন তাঁদের একজন বিসমিল্লাহ খান। পেয়েছেন ভারতের “পদ্মবিভূষণ”, “পদ্মভুষন”, “পদ্মশ্রি” পদক। এছাড়া সংগীত নাটক একাডেমি পুরস্কার, তানসেন পুরস্কার, ভারতের মধ্য প্রদেশ সরকারের ‘তালার মৌসিকী’, ইরান প্রজাতন্ত্র পুরস্কার সহ ভারতের এবং বিদেশের একাধিক পদক এবং পুরস্কার। ভারতের সংগীত নাটক একাডেমির ফেলো বিসমিল্লাহ খান বানারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছিলেন। সত্যজিৎ রায়ের ‘জলসাঘর’ চলচ্চিত্রে অভিনয় করেছেন বিসমিল্লাহ খান পাশাপাশি সানাইও বাজিয়েছেন। গৌতম ঘোষ তাঁর জীবন ও কর্ম নিয়ে একটি প্রামাণ্যচিত্র বানিয়াছিলেন যাতে বিসমিল্লাহ খান নিজে অংশ নেন। ‘সানাই’ আর ওস্তাদ বিসমিল্লাহ খান যেন সমার্থক দুটি শব্দ। ১৯১৩ সালের ২১ মার্চ বিহারে জন্মগ্রহন করেন ওস্তাদ বিসমিল্লাহ খান। তাঁর স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
মুজতবা সউদ