সিনেমায় রাফাতের ১০ গান

এ সময়ের ব্যস্ত সুরকার, সংগীত পরিচালক ও গায়ক শাহরিয়ার রাফাত। চলচ্চিত্র ও অডিও গানে কাজ করছেন সমানতালে। সেই ধারাবাহিকতায় এবার সিনেমার জন্য নির্মাণ করলেন ১০ গান। শাহীন সুমনের গ্যাংস্টারে থাকছে ‘দুজনাতে কাছে আসো’। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাফাত ও নদী। রোকন উদ্দিন সেতুর কথায় গানটির সুর সংগীত করেছেন রাফাত নিজেই।
আকাশ আচার্য্য পরিচালিত ‘আসলে কেউ সুখী নয়’ সিনেমার পাঁচটি গানের সুর সংগীতসহ কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর, মমতাজ, রাফাত, এসআই টুটুল, কোনাল ও দিনাত জাহান মুন্নী। একই পরিচালকের পরানে পরান বান্ধিও সিনেমার জন্য তৈরি করেছেন চার গান। সুর সংগীতসহ গানগুলোয় কণ্ঠ দিয়েছেন কাজী শুভ, নাজু আকন্দ, প্রিয়াংকা প্রিয়া ও রাফাত।
গানগুলো প্রসঙ্গে রাফাত বলেন, ‘চলচ্চিত্রের গানে ব্যস্ততা দিন দিন বেড়েই চলেছে। প্রযোজক-পরিচালকরা কাজের ওপর আস্থা রাখছেন, এটিই আমার পাওয়া। ভালো কাজ দিয়ে তাদের আস্থার প্রতিদান দিতে চাই।’
রোমান রায়