থিয়েটার (বেইলী রোড) এর হয়ে মঞ্চ নাটকে কাজ করা অভিনেত্রী জেনিকা বৃষ্টি মঞ্চের পাশাপাশি টিভি ফিকশনে ক্রমশ ব্যস্ত হয়ে উঠছেন। কাজ করছেন নাটক এবং বিজ্ঞাপনে। সম্প্রতি তিনি অভিনয় করলেন “চুপ” নামের একটি নাটকে। একটি পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস। গেলো ১৫ ও ১৬ সেপ্টেম্বর ঢাকার কাওলায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
জানা গেছে, চুপ নাটকে জেনিকা বৃষ্টি অভিনয় করেছেন একজন কলেজ ছাত্রীর চরিত্রে। আগুয়ান এই টিভি অভিনেত্রী বলেন, আমি প্রতিবাদী এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। কলেজ পড়–য়া হলেও আমি খুব সাহসী। ইভটিজিং এর বিরুদ্ধে আমি প্রতিবাদ করি। এমন একটি চরিত্রে আমি সাধ্য মতো অভিনয় করেছি।
ঘুড্ডি এনিমো ক্রিয়েটিভ প্রোডাকশন এর ব্যানারে নির্মিত ইভটিজিং এর বিরুদ্ধে সচেতনতামূলক চুপ নাটকটি আইফ্লিক্স এর ইউটিউব চ্যানেল এ মুক্তি পাবে বলে জানিয়েছেন জেনিকা বৃষ্টি। মঞ্চ টিভি নাটকে অভিনয় আর বিজ্ঞাপনচিত্রে মডেলিং করা জেনিকা বৃষ্টি মূলত নাচের শিল্পী। নাচে তিনি বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অসংখ্য পুরস্কার পেয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্বদ্যিালয়ের অত্যন্ত মেধাবী ছাত্রী তিনি। পড়াশোনার পাশাপাশি তিনি অভিনয় ও নাচ করে চলেছেন।
অর্ণব আদিত্য