আবারও এ শহর উৎসব আয়োজনে মুখরিত হতে চলছে। বিভিন্ন মাধ্যমের শিল্পীরা দীর্ঘদিন ধরে একেবারেই প্রাণপণে প্রার্থণায় ছিলেন এই মুখরতার। মডেল কোরিওগ্রাফার পিয়াল হোসেনের নির্দেশনায় টেলিপ্রেস প্রেজেন্টেস”আইকনিক স্টার অ্যাওয়ার্ড ” শো অনুষ্ঠিত হবে আগামীকাল। তারকাদের সম্মাননার পাশাপাশি ফ্যাশন ও মিউজিক্যাল শো অনুষ্ঠিত হবে। এ আয়োজনে তারকা পারফর্মেন্স এর জন্য চূড়ান্ত হয়েছেন -হাবিব ওয়াহিদ; আঁখি আলমগীর; শবনম বুবলী;নিপুণ ; নিরব; ইমন; তমা মির্জা ; ববি হক ; আঁচলসহ প্রায় অর্ধশত তারকা৷ পিয়াল হোসেন জানান; আমাদের দেশে অনেক ধরনের অ্যাওয়ার্ড শো হয়। কিন্ত রেম্প মডেলদের কোন ক্যাটাগরি থাকে না। সেই দিক বিবেচনা করে এবার দুইজন করে পুরষ ও নারী আইকনিক রেম্প মডেল ;এবং কোরিওগ্রাফারকে এ অ্যাওয়ার্ড দেওয়া হবে৷ মডেল ও কোরিওগ্রাফার এবং ট্রেইনার বুলবুল টুম্পা; সৈয়দ রুমা; মডেল রাজ মানিয়া ; মডেল আসিফ; মডেল মারিয়া কিসপট্রাসহ অনেক জনপ্রিয় মডেলেরা উপস্থিত থাকবেন৷
এমনকি তারকারা বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডে
ভূষিত হবেন৷ অনুষ্ঠান আয়োজনের জন্য আমাদের রিয়ার্সেও চলছে একটানা। আশা করছি ; দর্শকদের সুন্দর জমকালো একটা অনুষ্ঠান উপহার দিবো।
রোমান রায়