সম্প্রতি শাপলা মিডিয়া ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে। চলচ্চিত্রের খরার এই সময়ে ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা চলচ্চিত্রের জন্য আশীর্বাদ।চলতি বছরেই মুক্তি পাবে ছবিগুলো। এরইমধ্যে চলছে ১০টি সিনেমার শুটিংয়ের প্রস্তুতি। বাকি সিনেমাগুলোর চিত্রনাট্য ও শিল্পী বাছাই চলছে। জানা গেল এই ১০০ সিনেমার একটি নির্মাণ করবেন জাফা আল-মামনু। নাম ‘এক পশলা বৃষ্টি’। ছবিতে জুটি হয়ে অভিনয় করবেন নায়ক জয় চৌধুরী ও নায়িকা আঁচল আঁখি। এর আগেও কিছু সিনেমাতে একসঙ্গে দেখা গেছে তাদের। নতুন সিনেমাটি নিয়ে চিত্রনায়ক জয় বলেন, ‘সিনেমার গল্পটি খুব চমৎকার। গল্পের জন্যই কাজটি করতে আগ্রহী হয়েছি। আমার চরিত্রেও বেশ গুরুত্ব আছে। সেইসঙ্গে বন্ধু আঁচলের সঙ্গে কাজ করবো। আশা করছি ভালো একটি সিনেমা নিয়ে হাজির হতে পারবো আমরা।’ পরিচালক জানান, তার এ সিনেমায় আরও অভিনয় করবেন কায়েস আরজু, নানাশাহ, গুলশানারা, রেবেকা, রাজু আহম্মেদ প্রমুখ। এ ছবির শুটিং হবে ঢাকা ও কক্সবাজারে। সোস্যাল ক্লাসিক রোমান্টিক ঘরানার এ সিনেমাটি রোজা ঈদের মধ্যেই মুক্তি পাবে।
রোমান রায়