ঢাকাই সিনেমার এই সময়ের দুই নায়ক-নায়িকা আমান রেজা ও প্রিয়াংকা জামান। প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধেছেন তারা। তবে একই সময়ে দিলেন দুই রকম কাজের খবর। প্রথমত রবীন্দ্রনাথের গান নিয়ে তৈরি দুটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন দুজন। দ্বিতীয়ত অপূর্ব রানার ‘যন্ত্রণা’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের।
গত সোমবার পূবাইলে ‘যন্ত্রণা’র শুটিং শুরু করেছেন আমান-প্রিয়াংকা জুটি। সিনেমায় নায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে যুক্ত হয়েছেন তারা। এতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে দুজনকে। নিজেদের প্রথম সিনেমা নিয়ে আশাবাদী দুজনেই।
এদিকে ১২ বছরের ক্যারিয়ারে ৩৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন আমান রেজা। অন্যদিকে বিটিভির ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়ায় পা রেখেছেন প্রিয়াঙ্কা জামান।প্রথমবারের মতো জুটি বাঁধলেন। তবে একটিতে নয়, দুটি কাজে একসাথে পথ চলতে শুরু করেছেন তারা। মডেল অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান বলেন ‘এই সিনেমার গল্প মূলত দুই জন পুলিশ অফিসারকে ঘিরে। আর সেই দুই পুলিশ অফিসার হচ্ছি আমরা। নিজেদের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য সব ধরনের পরিশ্রম করতে রাজি আছি।’আশা করি দর্শদের ভালো ছবি উপহার দিতে পারবো।
রোমান রায়