মধুবালার জন্মদিনে একরাশ ভালোবাসা

মধুবালা। উপমহাদেশে ভালোবাসার আরেক নাম। শুধু উপমহাদেশেই বা বলি কেন, বিশ্বের যে কোন যুবক তাঁর মুখশ্রী আর ভুবন জয়ী হাসি দেখে, হৃদয়ে মোচড় খেতে পারেন। আর মধুবালা তো ছবিতে তাঁর অভিনয় দিয়ে বুঝিয়েই দিয়েছেন, “যব পেয়ার কিয়া তো ডর না কিয়া”। মমতাজ জাহান নামে শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করলেও, অভিনেত্রী দেবিকা রাণী তার নাম দেন ‘মধুবালা’। কিদার শর্মার ” নীল কমল” ছবিতে, মাত্র ১৪ বছর বয়সে, রাজকাপুরের বিপরীতে নায়িকা হন তিনি। অকাল প্রয়াত এই নায়িকা, স্বল্প সময়ের অভিনয় জীবনে প্রায় ৭০ টি চলচ্চিত্রে অভিনয় করেন। ‘মুঘল ই আজম’ মধুবালার সেরা ছবি হিসেবে উল্লেখিত হয়। তিনি পরিচিত হয়ে গেছিলেন উপমহাদেশীয় চলচ্চিত্রে ভালোবাসার প্রতীক হিসেবে। মধুবালা ১৯৩৩ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। শুভেচ্ছা আর একরাশ ভালোবাসা এই অকাল প্রয়াত নায়িকার প্রতি।
মুজতবা সউদ