সমতট পত্রিকার ৪র্থ বর্ষপূতিতে গুণীজন সম্মাননা পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব। সম্প্রতি পত্রিকাটি এই সম্মাননা প্রদান করে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে ছিলেন বিচারপতি এস এম মজিবুর রহমান। উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল। চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় হাবিবুল ইসলাম হাবিবকে সম্মাননা প্রদান করা হয়। সম্প্রতি তিনি দেশের ৩০০ সংসদীয় আসনে ৩০০ সিনেপ্লেক্সের প্রথম দাবী তুলেন। তার এ দাবী আলোচিত হয়। একজন সিনেমাপ্রেমী প্রযোজক পরিচালক হিসেবে তার নাম ছড়িয়ে পড়ে। তার নির্মিত সর্বশেষ সিনেমা রাত্রির যাত্রী। হাবিবুল ইসলাম হাবিবের সাড়া জাগানো মঞ্চ নাটক ‘ইদানীং তিনি ভদ্রলোক’। নাটকটি এখনো দর্শকের মনে গেঁথে রয়েছে।
আলমগীর কবির