আগুন জ্বালানোর জন্যে মুখিয়ে অপেক্ষা করছেন টেলিভিশনের জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক জাহারা মিতু। ২০১৯ সালে দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের নায়িকা হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করে সবাইকে চমকে দিয়েছিলেন এই নিউ ট্যালেন্ট গ্ল্যামার গার্ল। এরপর গেলো বছরে করোনা প্রাদুর্ভাবের আগে কলকাতার সুপারস্টার দেব এর নায়িকা হয়ে আরও একবার চমকে দেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আসা গ্ল্যামারাস এই তরুণী। জানা যায়, সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘আগুন’ শিরোনামের ছবিতে অভিনয়ের দিয়ে চলচ্চিত্রে কাজ শুরু করা মিতু এরপর ওপার বাংলার নায়ক দেবের সঙ্গে ‘কমান্ডো’ শিরোনামের আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হন। করোনা পরিস্থিতির কারণে মিতুর দু’টি চলচ্চিত্রের কাজই এতদিন থমকে ছিল। দীর্ঘ অপেক্ষা ছিল তার ছবি দুটি নিয়ে। তবে এটা নিয়ে কোনো প্রকার হতাশা ছিল না বলে মিতু জানান। এই প্রতিবেদককে তিনি বলেন, আমি প্রস্তুত ছিলাম। যেকোন সময়ে ছবি দুটির শুটিং শুরু হয়ে যাবে। যখনই শুটিংয়ের ডাক পড়বে, তখনই কাজ শুরু করবো। অবশেষে আমার প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। কবে নাগাদ শুটিংয়ে ফিরতে পারেন জানতে চাইলে এই সুন্দরী তরুণী বলেন, যতটুকু জানি চলতি মাসেই ‘আগুন’ এর শুটিং শুরু হবে। গেলো সপ্তাহে এই ছবির জন্যে নতুন একটি গান রেকর্ডিং করিয়েছেন এটির পরিচালক বদিউল আলম খোকন। আমি যতটুকু জনি, খোকন ভাই ছবিটি আসন্ন ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্যে ছবিটির শুটিং কাজ শুরু করতে যাচ্ছেন। মিতু জানান, ইতিমধ্যে আরও কয়েকটি চলচ্চিত্রে কাজের প্রস্তাব এসেছে তার কাছে। ওই ছবিগুলো অ্যাকশনধর্মী। তাই এগুলোতে অভিনয়ের বিষয়ে কিছুটা দ্বিধায় আছেন তিনি। কারণ যে দু’টি চলচ্চিত্রে কাজ করছেন সেগুলোও অ্যাকশনধর্মী। তাই মিতু চাইছেন তার পরের ছবিগুলো অন্যধাঁচের হোক। আর সেই জন্যেই তিনি অপেক্ষায় আছেন। তবে আপাতত মিতুর জন্যে সবচেয়ে বড় খুশির খবর হলো – অবশেষে ‘আগুন’ ছবি দিয়ে ঢাকার চলচ্চিত্রের দর্শকদের মাঝে আসন্ন ঈদেই আগুন জ্বালানোর উপলক্ষ্য পেয়েছেন ধারালো ফিগারের এই নায়িকা।
রোমান রায়