মারিয়া মিমের ‘গোলাপী’

বাংলাদেশের শোবিজের সম্ভাবনাময়ী মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। আগামী ভালোবাসা দিবসে ‘গোলাপী’ হয়ে হাজির হচ্ছেন তিনি। এটি একটি মিউজিক ভিডিও। সম্প্রতি ‘ইভান এন্ড মিম কোলাবরেশন’-এর ব্যানারে সাভারে অবস্থিত নবনির্মিত ফিল্ম ভ্যালিতে এটির শুটিং শেষ হয়েছে।
এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ইভান মনোয়ার। এর সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিশ্বজিৎ দও। মিউজিক ভিডিওতে মিমের বিপরীতে মডেল হিসেবে রয়েছেন সজল। এই প্রথম একসঙ্গে কাজ করলেন মিম-সজল।
নির্মাতা ইভান মনোয়ার বলেন, ‘এটি মূলত ফাংকি টাইপের গান। ড্যান্স কোরিওগ্রাফার ফ্লাই ফারুকের কোরিওগ্রাফিতে অসম্ভব চমৎকার একটি গানে পারফর্ম করেছে সবাই। গানের ধরণ, নির্মাণ, আর্টিস্ট ও লোকেশন মিলিয়ে আশা করছি চমৎকার কিছু উপহার দিতে পারব।’ মারিয়া মিম বলেন, ‘এই মিউজিক ভিডিওটি আমার ক্যারিয়ারের একটি টার্নিং পয়েন্ট। দর্শক এখানে নতুনভাবে দেখতে পাবেন আমাকে। মিউজিক ভিডিওটির আয়োজন ভালো ছিল। কাজও বেশ চমৎকার হয়েছে। আশা করি, মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে।’
রোমান রায়