৪ নাটকে মিথিলা

বিশেষ বিশেষ দিবস ছাড়া মিথিলাকে টিভি নাটক কিংবা টেলিফিল্মে দেখাই যায় না। যে কারণে বিশেষ দিবস এলে নিজের চাকরির পাশাপাশি অভিনয় করেন মিথিলা। আগামী ঈদে ভিন্ন ভিন্ন চ্যানেলে প্রচারের জন্য এ অভিনেত্রী একই পরিচালকের চারটি নাটকে অভিনয় করেছেন। বি ইউ শুভর নির্দেশনায় ইন্দোনেশিয়ার বালি থেকে এই চারটি নাটকের কাজ শেষ করে দেশে ফিরেছেন মিথিলা। নাটক চারটি হচ্ছে ‘লং ড্রাইভ’, ‘তুমি কিংবা ঘাসফুল’,‘ বাষ্প পত্র’ ও ‘যখন কখন’। ‘লং ড্রাইভ’ ও ‘বাষ্প পত্র’তে তার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং অন্য দুটিতে এসএন জনি।
মিথিলা বলেন, দেশের বাইরে টানা কয়েকটি নাটকের কাজ করা এবারই প্রথম। যেহেতু একই পরিচালকের কাজ ছিল তাই সময় নিয়ে সেগুলো করে ফেললাম। প্রতিটি নাটকেরই গল্প সুন্দর। সহশিল্পী হিসেবে অপূর্বতো সবসময়ই ভীষণ সহযোগিতা পরায়ণ। তাছাড়া সে আমার খুউব ভালো একজন বন্ধুও বটে। শুভকে ধন্যবাদ চারটি নাটকই যতœ নিয়ে নির্মাণ করার জন্য। আশা করছি প্রতিটি নাটকই দর্শকের ভালো লাগবে। নির্মাতা শুভ জানান, আসছে কোরবানির ঈদে চারটি ভিন্ন চ্যানেলে নাটকগুলো প্রচার হবে। এদিকে, চ্যানেল আইতে প্রচারিতব্য ভাই ব্রাদার্স গ্রুপের আদনান-নবীনের একটি নাটকে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন মিথিলা। অন্যদিকে গতকাল রাতের ফ্লাইটে অফিশিয়াল কাজে একমাত্র মেয়েকে সঙ্গে নিয়ে উগান্ডার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন তিনি। সেখান থেকে তানজানিয়া হয়ে ঈদের আগে দেশে ফিরবেন। উল্লেখ্য, এরইমধ্যে কলকাতায় মিথিলা পার্থ সেনের নির্দেশনায় ‘মুখোমুখি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে আছেন গৌরব। মিথিলা বর্তমানে ‘ব্র্যাক ইন্টারন্যাশনাল’র হেড অব আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট হিসেবে কাজ করছেন।
আলমগীর কবির