একসাথে তিন ছবিতে সাইমন-মাহি

ঢাকার চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়ক সাইমন সাদিক। অন্যদিকে বাংলা চলচ্চিত্রের অগ্নিকন্যা খ্যাত নায়কা মাহিয়া মাহি। এই দুই তারকা একসাথে জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন বেশ কয়েকটি সুপারহিট ছবি। নতুন খবর হলো এবার নতুন বছরের শুরুতেই ফের একসাথে জুটি বেঁধে আরো তিনটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তারা। দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার নতুন তিন ছবিতে অভিনয় করবেন সাইমন মাহি। সোমবার ছবিটিতে চুক্তিবদ্ধ হন এই জুটি। চুক্তিবদ্ধ ছবি তিনটির মাঝে নির্মাতা শাহীন সুমন পরিচালনা করবেন ‘গ্যাংষ্টার’। অন্যদিকে ‘লাইভ’ এবং ‘নরসুন্দরী’ নামের দুইটি ছবি পরিচালনা করবেন নির্মাতা শামীম আহামেদ রনি। সাইমন সাদিক বলেন, দেশের সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান সাহেব আমাকে সন্তানের মতো ভালোবাসেন। তাদের ছবিতে আমি ও মাহি কাজ করতে যাচ্ছি। আশাকরি ভালো কিছু হবে। সাইমন-মাহি প্রথম জুটি বেঁধে অভিনয় করেন ‘পোড়ামন’ ছবিতে। এই জুটির প্রথম ছবিই দর্শক মহলে প্রশংসিত হয়। দীর্ঘ বিরতি ভেঙে জান্নাত ছবির মাধ্যমে বড় পর্দায় ফেরেন সাইমন-মাহি। এছাড়া সাইমন-মাহির মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আমার মা আমার বেহেস্ত, আনন্দ অশ্রু’।
রোমান রায়