ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাবিলা নূর। সম্প্রতি তিনি ‘৭০০ টাকা’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। এতে সাবিলার বিপরীতে অভিনয় করেছেন এই প্রজন্মের গায়ক, সংগীত পরিচালক প্রীতম হাসান। এটি নির্মাণ করেছেন প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূন।
ছবিটি নিয়ে সাবিলা নূর বলেন, ‘নুহাশ হুমায়ূনের পরিচালনায় কাজ করা আমার জন্য নতুন অভিজ্ঞতা। তার কাজের ধরন আমার কাছে অন্যরকম লেগেছে। আমার কাছে এই চলচ্চিত্রটির চিত্রনাট্য এটিকে আন্তজাতিক মানের বলে মনে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘চলচ্চিত্রটির গল্পে দেখা যাবে একটি ছেলে মাস শেষে বেতন না পেয়ে পকেটে থাকা ৭০০ টাকা নিয়েই প্রেমিকার সঙ্গে ডেটিংয়ে বের হয়। এর মধ্যে ঘটতে থাকে মজার সব ঘটনা। সবমিলিয়ে এক কথায় দূর্দান্ত একটি কাজ হয়েছে। আশা করছি, দর্শকরাও এটি বেশ ভালোভাবেই গ্রহণ করবেন।’ ‘৭০০ টাকা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং হয়েছে বনানী ও ধানমন্ডিতে। করছেন সোহেল রানা সবুজ ও সিফাত তন্ময়।
আলমগীর কবির