হৃষিকেশ পার্কে কলকাতা বইমেলা-২০২১

বিশ্বজুড়ে আজ পর্য্যন্ত বই এর কোনো বিকল্প খুঁজে পাওয়া যায়নি। বিশ্বের জ্ঞান ভান্ডার এই বই। বই এর ক্ষেত্রে ভাষা কোনো বাধা নয়। মানুষের সবচেয়ে কাছের বন্ধু হলো এই বই। এই বই কে কেন্দ্র করে কলকাতায় আন্তর্জাতিক মিলন উৎসব দেখতে পাওয়া যেত প্রতি বছর।
লেখকদের সাথে পাঠকদের সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম এই বই বা পুস্তকমেলা। বিশ্বব্যাপী জ্ঞানের যত গুলো মাধ্যম আছে তাদের মধ্যে সর্বোত্তম হলো এই বই। বিশ্বজুড়ে করোনা অতিমারীর কারণে ২০২১ এর বইমেলা আজও আয়োজন করা সম্ভভপর হয়নি। যদিও আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় খুবই অল্প সংখ্যক বই এর দোকান নিয়ে মেলা সংঘটিত হচ্ছে এবং সাধারণ পাঠকদের মধ্যে বই কেনার উৎসাহ নজরকাড়া।
কলকাতার পাঠকদের বই মেলার স্বাদ উপহার দেওয়ার জন্য আকারে ছোট হলেও কিছু উৎসাহি প্রকাশক এই বই মেলার আয়োজন করতে চলেছেন। বইমেলা কে বাস্তবে রূপ দেওয়ার জন্য কলকাতা প্রেস ক্লাবে পশ্চিমবঙ্গ প্রকাশক সমন্বয় কমিটি আয়োজিত এবং ‘বর্ণ পরিচয়’ নিবেদিত মধ্য কলকাতার হৃষিকেশ পার্কে আগামী ২৮ শে জানুয়ারি থেকে ৩১ শে জানুয়ারি ২০২১ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৯টা পর্য্যন্ত চলবে কলকাতার এই সময়ের একমাত্র পুস্তকমেলা
“কলকাতা বইমেলা -২০২১। জায়গার অভাবে বই বিক্রির স্টল থাকবে সর্বমোট ৩৫টি। এই বইমেলা কে কেন্দ্র করে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হল।
আয়োজক সংস্থার পক্ষে অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন দেব সাহিত্য কুটিরের ডিরেক্টর শ্রীমতি রূপা মজুমদার।
বই সম্পর্কে আন্তর্জাতিক মানের বক্তব্য রাখেন নাট্যকার অভিনেতা এবং রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, প্রকাশক শ্রী শঙ্কর মন্ডল, বিশিষ্ট আইনজীবী সুচরিতা বসু। এই অনুষ্ঠানেই বইমেলার ‘লোগো’ র শুভ উদ্বোধন হলো উপস্থিত বক্তা ও অতিথিদের হাত দিয়ে। এই চারদিনব্যাপী বইমেলা নিয়ে আয়োজক সংস্থা থেকে বইপ্রেমী সকলেই আশাবাদী।
গোপাল দেবনাথ