‘বিদ্রোহ চারদিকে’ নামের ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন চিত্রনায়ক রিয়াজ ও চিত্রনায়িকা পপি। এরপর ‘মেঘের কোলে রোদ’, ‘কি জাদু করিলা’, ‘বিদ্রোহী পদ্মা’ ছবিগুলোতে একসঙ্গে কাজ করেছিলেন তারা। সিনেমা ছাড়াও কয়েকটি নাটকেও দেখা গেছে রিয়াজ-পপিকে। এবার তারা জুটি বেঁধে নতুন বিজ্ঞাপনে কাজ করলেন।
সাভারে বিজ্ঞাপনটির চিত্রায়ন সম্পন্ন হয়েছে। নায়িকা পপি বলেন, রিয়াজ ভাইয়ের সঙ্গে প্রথমবার বিজ্ঞাপনে কাজ করলাম। আমি নিজেও অনেকদিন পর বিজ্ঞাপনে কাজ করেছি। খুবই ভালো লেগেছে। পপি জানান, এর আগে নায়ক রিয়াজ এবং তিনি একটি কোম্পানির শুভেচ্ছাদূত ছিলেন। তবে কোনো বিজ্ঞাপনে কাজ করেননি জুটি বেঁধে। পপি আরো বলেন, একদিনেই শুটিং শেষ হয়েছে। এই বিজ্ঞাপনটি চাকা বল সাবানের। নির্মাণ করেছেন রেদওয়ান রনি।
আলমগীর কবির