আইনজীবী অমৃতা খান

‘ও মাই লাভ’ ছবিতে আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা অমৃতা খান। ছবিটি নির্মাণ করছেন নির্মাতা আবুল কালাম আজাদ। এতে অমৃতা ছাড়াও আরো অভিনয় করছেন অরুণা বিশ্বাস, বড়দা মিঠু, কলকাতার সাবর্ণী, ঋদ্ধিসহ আরো অনেকে।
এ প্রসঙ্গে অমৃতা খান, ‘আমি অনেক দিন পর নতুন একটি ছবিতে অভিনয় করছি। ছবির নাম ‘ও মাই লাভ’। এ ছবিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করছি। গত কয়েক দিন ধরে আফতাবনগরে এর শুটিং চলছে।’
তিনি আরও বলেন, ‘আইনজীবীর চরিত্রে অভিনয় করার কারণে আইনজীবীদের পোশাক পরে আমাকে অভিনয় করতে হচ্ছে। এবারই প্রথম ভিন্ন ধরনের একটি চরিত্রে অভিনয় করছি। ছবির ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। আশা করি, ছবিটি দর্শক পছন্দ করবেন।’
এদিকে, অমৃতা অভিনীত ‘টার্গেট’ ছবিটি মুক্তি অপেক্ষায় রয়েছে। ছবিটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সাইফ চন্দন। ‘গেইম’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় অমৃতার। এতে তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক নিরব।
রনি রহমান