নতুন সিনেমায় তানহা তাসনিয়া

ঢাকায় সিনেমায় প্রথমবারের মতো জুটিবদ্ধ হচ্ছেন চিত্রনায়ক ইমন ও তানহা তাসনিয়া।আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে ইমন-তানহাকে প্রথমবার জুটি বানিয়ে পরিচালক রকিবুল আলম রকিব বানাচ্ছেন রোমান্টিক কমেডি ধাঁচের ছবি ‘বিয়ে আমি করবো না’।
নতুন সিনেমা প্রসঙ্গে ইমন বলেন, ‘বিয়ে আমি করবো না’ পুরোপুরি কমেডি নির্ভর সিনেমা হবে। অনেকদিন পর কমেডি গল্পে কাজ করতে যাচ্ছি। এর আগে শাহীন সুমন পরিচালিত ‘পাঁচ টাকার প্রেম’ নামে একটি সুপার ডুপার হিট সিনেমা করেছিলাম। নতুন এ সিনেমাটি হাসিঠাট্টার গল্প ঘিরে। আগামীকাল থেকে সাভারে শুটিং শুরু করতে যাচ্ছি।
নিরব, আরিফিন শুভর পর এবার তানহা নায়ক হিসেবে পেতে যাচ্ছেন ইমনকে। বললেন, দুজনে মঙ্গলবার চুক্তিবদ্ধ হয়েছি। কমেডি নির্ভর সিনেমা এটি, সঙ্গে রোমান্স থাকবে।
তাহনা তাসনিয়া বলেন, অনেকদিন পর নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছি। গল্প শুনেই জানিয়েছি, আমি সিনেমা করবো। ১৭ তারিখ থেকে শুটিংয়ে যোগ দেব। টানা শুটিংয়ে কাজ শেষ হবে। আশা করি ভালো কিছু হবে।
রোমান রায়