আজ চীর তরুণ নায়ক জাফর ইকবালের মৃত্যুবার্ষিকী

সেদিন খবর পেয়েছিলাম আলোক সম্পাত কর্মী হামদু মিয়া মারা গেছেন। তাঁর জানাজায় অংশ নিতে এফডিসিতেই ছিলাম। এমন সময় খবর এলো বেশ কদিন হাসপাতালে চিকিৎসাধীন জাফর ইকবাল আর নেই। সকালে মর্নিং ওয়াক করতে বেরুন চাষি নজরুল ইসলাম তাঁকে দেখতে গেলে, তাঁর কোলে মাথা রেখে কথা বলতে বলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন, বাংলাদেশের চির তরুন নায়ক হিসেবে খ্যত জাফর ইকবাল। দিনটি ছিলো ৮ জানুয়ারি। স্নেহ করতেন খুবই। বাসায় গেলে নিজে রান্না করে খাওয়াতেন। মজার মজার কথা বলতেন। শ্রদ্ধা এবং ভালোবাসা এই প্রিয় নায়কের প্রতি। মহান আল্লাহ যেন জাফর ইকবালের আত্মা শান্তিতে রাখেন।
মুজতবা সউদ