বিজ্ঞাপনে অর্ধশতক আমান রেজার

বড়পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও নিয়মিত কাজ করছেন আমান রেজা। এতে বেশিরভাগ কাজই করেছেন বিজ্ঞাপনচিত্রে। সংখ্যাটি নেহায়েত কম না, ৪৯! ২৮ অক্টোবর প্রাণ ফ্রুটো বিজ্ঞাপনের শুটিং করার মধ্য দিয়ে বিজ্ঞাপন ক্যারিয়ারের হাফসেঞ্চুরি পূর্ণ করলেন এ অভিনেতা। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন রেবেকা সুলতানা দীপাকে। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন বাপ্পা মাহমুদ। রাজধানীর মধুমতি মডেল টাউনে এর দৃশ্যধারণ হয়েছে। অর্ধশত বিজ্ঞাপনে কাজ করতে পেরে বেশ খুশি আমান, ‘এটা আমার জন্য একটা মাইলফলক। সিনেমায় কাজ করলেও সময় রেখে বিজ্ঞাপনে অংশ নিতাম। বিষয়টি বেশ উপভোগ্য আমার কাছে।’ তিনি জানান, ২০১০ সাল থেকে বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন। শুধু বাংলাদেশ নয়, আমান এর আগে বিদেশি বিজ্ঞাপনেও কাজ করেছেন। যার মধ্যে একটি ভারত সরকারের অর্থায়নে। কাজ করেছেন লন্ডনের বিজ্ঞাপনচিত্রেও।
রোমান রায়