শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করলো ডিসেন্ট ক্যাফে

দেশের এই দুঃসময়ে অসহায় শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে দক্ষিণ বঙ্গের ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বিভিন্ন স্থানে হাজার খানেক কম্বল বিতরণ করেছে ডিসেন্ট ক্যাফে বাংলাদেশ লিমিটেড। এছাড়া চাঁদপুরের বিভিন্ন এলাকায় শতাধিক কম্বল বিতরণ করা হয়। ডিসেন্ট ক্যাফে বাংলাদেশ লিমিটেড এর পথচলা শুরু হয় ২০১২ সালে। দেশের চা-কফি উৎপাদনে ডিসেন্ট ক্যাফে বাংলাদেশ হচ্ছে একটি অন্যতম ব্র্যান্ড। নতুন বছর শুরুর ১ম দিন থেকে কম্বল বিতরণ এর কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিসেন্ট ক্যাফে বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ: রেজাউল আহসান সিকদার রেজা, পরিচালক নুরুল ইসলাম আকাশ, পরিচালক কামাল আহমেদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। ডিসেন্ট ক্যাফে বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান সোয়াইবুর হোসাইন আদেল বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে আমাদের সকল কর্মকান্ডের ধারা অব্যাহত থাকবে । আমরা ভবিষ্যতে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশি জমিতে বাংলাদেশি পণ্যের নাম অক্ষুন্ন রাখতে চাই । আশা করি আমাদের এই পথ চলায় আপনারা সবাই আমাদের পাশে থাকবেন । ডিসেন্ট ক্যাফে বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ: রেজাউল আহসান সিকদার রেজা বলেন, সব ভালো উদ্যোগ এর সাথে ডিসেন্ট ক্যাফে অতীতে ছিল এবং ভবিষ্যতেও থাকবে । দেশের এই COVID-19 পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই বাতিক্রধর্মী উদ্যোগ । COVID-19 এর কারণে এখন অনেক কর্মজীবী মানুষ তাদের চাকুরী হারিয়েছে, আর সেই সকল দিক বিবেচনা করে ডিসেন্ট ক্যাফে চেষ্টা করছে কর্মসংস্থান সৃষ্টি করে একটু খানি হলেও বেকারত্বের অভাব দূরীকরণের । এ সময় আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগের ৯ নং ওয়ার্ড এর সভাপতি জনাব মোঃ: জিয়াউল আহসান সিকদার, সাধারণ সম্পাদক মোঃ: পনির হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের কাঠালিয়া উপজেলা শাখার সহ-সভাপতি জনাব গোলাম মোস্তফা সেলিম, ধর্ম বিষয়ক সম্পাদক জনাব মোঃ:ছিদ্দিকুর রহমান ছিদ্দিকী এবং আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য তরিকুল ইসলাম রানা সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।
আলমগীর কবির