বৈশাখী টিভিতে সজল-পায়েলের ‘নজরবন্দি’

বাউলে মেয়ে পাখি অনেকটাই বোকা স্বভাবের। হুটহাট করে বাইরে চলে গেলে তার মা মিনতির খুব ভয় হয়। চারপাশে ধর্ষণ আর যৌন নির্যাতনের প্রকোপ বেড়ে গেলে মিনতির আতঙ্ক আরও বাড়তে থাকে। তাই তো পা শিকলে বেঁধে মেয়ে পাখিকে আটকে রাখে সে। পাখি জানালার পাশে বসে কল্পনায় উড়ে বেড়াতে থাকে। সেখানে তার আশ্চর্য এক সুন্দর জীবন। বাজারের পাশে ছোট্ট একটি চায়ের দোকান আছে মিনতির। দোকানে আসা এক যুবক নিয়ামুল প্রতিদিনই হতবাক হয়ে পাখির দিকে তাকিয়ে থাকে। পাখিকে দোকানে না দেখলে সে চলে যায় তাদের বাড়িতে। এভাবেই এগিয়ে যায় ‘নজরবন্দি’ নাটকের কাহিনি। আহমেদ তাওকীর রচনায় এটি নির্মাণ করেছেন সরদার রোকন। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সজল ও কেয়া পায়েল। বিভিন্ন চরিত্রে আরও আছেন শিল্পী সরকার অপু, জিদান, মিতু প্রমুখ।
রোমান রায়