অল্প সময়ের ক্যারিয়ারে নামিদামি পরিচালকের নির্দেশনায় কাজের সুযোগ পেয়েছেন নুসরাত জাহান পাপিয়া। নাটকে অভিনয়ের পাশাপাশি মডেলিংও করেন পাপিয়া। কায়সার আহমেদের ‘রূপালী প্রান্তর’, গোলাম সোহরাব দোদুলের ‘ছায়া বিবি’, জিকু চৌধুরীর ‘পরী’ ধারাবাহিকে কাজ করেছেন তিনি। এবার একটি টেলিছবিতে অভিনয় করেছেন পাপিয়া, নাম ‘ছুঁয়ে যায় ভালোবাসা’।
এখানে জমিদারের নাতনির চরিত্রে দেখা যাবে তাকে। পাপিয়া বলেন, কালিয়াকৈর জমিদার বাড়িতে এর কিছু অংশের শুটিং হয়েছে। এখানে আমি জমিদারের নাতনির চরিত্রে অভিনয় করেছি।
বেশ মজার একটি চরিত্র। আমার বিপরীতে রয়েছেন ইমন। তিনি গল্পে একজন চিত্রশিল্পী। ভিন্নধর্মী এ কাজটি করে ভালো লেগেছে। মোবারক হোসেনের রচনায় এটি পরিচালনা করেছেন তাজু কামরুল। এ টেলিছবিতে ইমন-পাপিয়া ছাড়াও মোবারক হোসেন, আশরাফ কবির এবং অভিনেতা সাব্বির আহম্মেদ অভিনয় করেছেন। এর বাইরে কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন পাপিয়া।
এরমধ্যে ‘চালবাজ’ ছবিতে প্রথম ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন। এরপর ইস্পাহানী আরিফ জাহানের ‘নায়ক’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’, আকাশ আচার্যের ‘টিকলী’ এবং রফিক শিকদারের ‘হুদয় জুড়ে’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। ভালো কাহিনীর ছবিতে নিয়মিত অভিনয় করতে চান পাপিয়া।
আলমগীর কবির