বিপাশার ভাবনায় শুধুই সিনেমা

২০০৯ সালে লাক্স চ্যানেল আই টপ ১৪ কনটেস্টেমেন্ট হয়ে শোবিজ জগতে পা রাখেন বিপাশা কবির। একসময় প্রচুর নাটক, স্টেজ পারফরমেন্স করলেও ঝোক ছিল চলচ্চিত্রের প্রতি। তারই ধারাবাহিকতায় ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবিতে আইটেম গানে পারফর্ম করে রুপালি পর্দায় অভিষেক হয় বিপাশার। এরপর একে একে বেশ কয়েক ছবিতে আইটেম কন্যা রুপে দেখা মিলেছে তার। তবে এখন তিনি আইটেম গানের চেয়ে চলচ্চিত্রের মূল নায়িকা চরিত্রে বেশী মনোযোগ দিচ্ছেন।
বাপ্পি খানের পরিচালনায় চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনামিকা মণ্ডল। সোলমেট চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বিপাশা কবির। রোমান্টিক ধর্মী চলচ্চিত্রে খুব বেশী কাজ করা না হলেও সোলমেটে তাকে একজন বিজনেসম্যানের স্ত্রীর চরিত্রে দেখা যাবে। যেখানে তিনি একজন সাইক্রিয়াটিস্ট এর ভূমিকা পালন করছেন। মূলত একটি ত্রিমুখী ভালোবাসার গল্পকে বেস করেই এগিয়ে গিয়েছে এর চিত্রনাট্য।
বিপাশা কবির জানান, এ ধরণের চরিত্রে আমার আগে কখনো কাজ করা হয়নি। এটা খুব বেশী চ্যালেঞ্জের না হলেও এখানে অভিনয়ের বিষয়টা ফুটিয়ে তোলার একটা ব্যাপার আছে। ক্যারেক্টার এর প্রয়োজনে নিজের সর্বচ্চোটা দেয়ার চেষ্টা করেছি। শুটিং এর শুরুর দিকে এটি একটি ওয়েব ফিল্ম হওয়ার কথা থাকলেও পূরো টিমের ডেডিকেশন, আগ্রহ দেখে এটাকে চলচ্চিত্রে রূপান্তরিত করা হয়েছে। আশা করছি করোনাকালে দর্শকের সুস্থ ধারার বিনোদনের জন্য ভালো একটা চলচ্চিত্র উপহার দিতে পারবো।
চলচ্চিত্র নিয়ে সামনের পরিকল্পনা জানতে চাইলে এই অভিনেত্রী আরো জানান, চলচ্চিত্রের দিকেই ফোকাস করছি। চলচ্চিত্রকে অনেক ভালোবাসি। সিনেমা ছাড়া আর কিছুই এখন আমাকে টানে না। নাটকে কাজ করার জন্য প্রতিনিয়তই প্রস্তাব পাচ্ছি। কিন্তু করছি না।
উল্লেখ্য, বিপাশা কবির ছাড়াও এ ছবিতে আরো অভিনয় করছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা তাসকিন আহমেদ, সানজু জন, শিমুল খান, ফরহাদ লিমন প্রমুখ। ইতোমধ্যে চলচ্চিত্রের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানা যায়।
রোমান রায়