জন্মদিনে আমাদের শুভেচ্ছা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যে এমন পাঠক প্রিয় সাহিত্যিক খুব কমই এসেছেন। কিছু পুরুষ ও নারী চরিত্র শব্দের খেলায় তৈরি করেছেন তিনি। যা ছিল সাহিত্যে একেবারেই নতুন। ইন্দ্রনাথ, সুরেশ, মহিম, দেবদাস এই চার ধরনের পুরুষ চরিত্র বাংলা সাহিত্যে আগে আসেনি। কিছু নারী চরিত্র সাহিত্যে এনেছেন তিনি যা অনবদ্য। অন্নদা দী’, অচলা, ঊর্মিলা, রাজলক্ষী কিংবা পার্বতী, এই চরিত্রগুলো ছিল বাংলা সাহিত্যে একেবারেই নতুন। এ জন্য এবং শব্দ দিয়ে পাঠককে টেনে নিয়ে যাবার অসম্ভব শক্তির জন্যেই তিনি বাংলা সাহিত্যে অমর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। জন্মদিনে তাঁর প্রতি আমাদের শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা।
মুজতবা সউদ