নতুন ছবিতে প্রসূন

২০১৪ সালে ‘অচেনা হৃদয়’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় প্রসূন আজাদের। পরে তিনি ‘সর্বনাশা ইয়াবা’ ও ‘মুসাফির’-শীর্ষক ছবিতে অভিনয় করেন। বর্তমানে তার হাতে আছে ‘ভোলা’ শীর্ষক একটি চলচ্চিত্র। এই ছবিতে তিনি জুটি বাঁধছেন বাপ্পি চৌধুরীর সঙ্গে। ছবিটি পরিচালনা করছেন শফিকুল ইসলাম সোহেল। বিভিন্ন কারণে দু’বছর ধরে এই ছবিটির শুটিং শেষ হচ্ছে না।
তবে দীর্ঘদিন পর নতুন ছবিতে দেখা যাবে বলে জানালেন তিনি। মুক্তিযুদ্ধের গল্পে এই ছবিটি নির্মিত হবে। প্রসূন বলেন, মুক্তিযুদ্ধের একটি ছবিতে কাজ করবো। ছবিটিতে এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি হয়নি। খুব শিগগির এটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। ছবির কেন্দ্রীয় চরিত্রে আমি অভিনয় করবো। এখন এই ছবির প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। এদিকে ঈদে এই অভিনেত্রীর কয়েকটি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে। ঈদে মোশাররফ করিমের বিপরীতে ‘তগদির’ নাটকটি ছিলো দর্শকপ্রিয়তায়। আজ আরটিভিতে প্রচারিত হবে তার অভিনীত ‘মেঘ দেখবে বলে’ নাটকটি। নেপালে চিত্রায়িত নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। খণ্ড নাটকের পাশাপাশি এনটিভিতে তার অভিনীত রহমতুল্লাাহ তুহিনের ‘যখন কখনো’ ও আরটিভিতে প্রিতমের ‘সেমি কর্পোরেট’ শীর্ষক ধারাবাহিক দু’টি প্রচার হচ্ছে।