লকডাউনের পর বেড়াতে বের হলেন শাবনূর

ঢাকার সিনেমার একসময়ের ব্যস্ত জনপ্রিয় নায়িকা শাবনূর।সিনেমার পর্দায় তাঁর উপস্থিতি নেই অনেক দিন থেকেই।সিনেমায় ফিরবেন বলে বেশ কয়েকবার নিউজের শিরোনাম হয়েছেন তিনি। তাঁর ভক্তরাও মুখিয়ে আছেন প্রিয় তারকাকে আবারও সিনেমা পর্দায় দেখার জন্য। চিত্রনায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া প্রবাসী। একমাত্র ছেলে ও মাকে নিয়ে থাকছেন সেখানে। বছরের একটা সময় তিনি দেশে আসেন এবং দেশে আসলে তিনি মিডিয়া এবং কাছের মানুষদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন।
এবারের কোভিড-১৯ এর জন্য যখন পুরো পৃথিবী লকডাউনে ছিলো,ঠিক ঐ সময়টাতে তিনি ছেলে,মা,ভাইবোনদের সাথে অস্ট্রেলিয়াতে অবস্থান করছিলেন। লকডাউনে ঘরবন্দি থেকে হাঁফিয়ে উঠেছিলেন এ চিত্রতারকা। তাই তো সুযোগ পেয়েই বেরিয়ে পড়লেন প্রকৃতির মাঝে। গেল ২৭ জুন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বোটানিক্যাল গার্ডেনে। সাথে ছিলেন পরিবারের সদস্য ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু।
শাবনূর বলেন, লকডাউনে বাসায় দম বন্ধ হয়ে আসছিলো। তাই কাছের মানুষদের নিয়ে বেরিয়ে পড়লাম। এতদিন পর খোলা আকাশের নিচে এসে খুব ভালো লাগছে।
জানা গেছে শাবনূর পিকনিক করেছেন সেখানে। ছেলের সাথে মেতে উঠেছিলেন খুনসুটিতে।
রোমান রায়