আপনাকে জন্মদিনের শুভেচ্ছা

রাকিব বাবু ফ্যাশন ডিজাইনার স্টাইলিশ এবং কোরিওগ্রাফার । এই গুণী সৃজনশীল মানুষটির জন্মদিনে প্রথমেই তাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। অনেক চেষ্টার পর তার সাথে কন্টাক হলো। ফোন ধরেই সরি সরি বলে উঠলো এত বিনয়ী মানুষ হয়তো কমই হয় তার মত। সদা মিষ্টি হাসি তার মুখে, সবার সাথে সুন্দর করে কথা বলায় যেন একটা মাধুর্য ছড়ায় তিনি। প্রথমে যখন প্রশ্ন করলাম কেমন আছেন ? কি নিয়ে এত ব্যস্ত, হেসেই উত্তর দিলেন এমন সময় যে পার করছি আসলে কি ভাল আছি আমরা ? তার পরেও বলব ভালো আছি আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এতেই খুশি আর ব্যস্ততা বলতে তেমন কিছুই না খুব কম কাজ করছি, ফটো শুট টাও কম অফিসও ঢিলেঢালা আর কি। জন্মদিন মানেই তো স্পেশাল দিন বা কিছু প্ল্যানিং।
এমনি কয়েক বছর ধরে সেভাবে সেলিব্রেশন করি না। ফ্যামিলির সাথে সময় কাটাতে ভালোলাগে। গত বছরেও এই দিনটিতে মা ঢাকায় আমার সাথে ছিলেন। কিন্তু এইবার তো সে রাজশাহীতে তাকে খুব মিস করছি। পরিবার বন্ধু-বান্ধবীদের ও মিস করছি সবাই একবার হলেও দেখা করতে আসে কিন্তু এইবার তো কোনভাবেই সম্ভব না। সবাই ফোন করছে এসএমএস দিচ্ছি ফেসবুকে উইশ করছে। এ যেন এক আনন্দহীন জন্মদিন। কারো সাথে দেখা না হওয়াটাই কষ্টের।
কাজ নিয়ে কথা বলি, সামনে তো আবার ঈদ? আসলে কাজ বলতে যেভাবে আমরা ভাবছি তেমনটা হচ্ছেনা খুবই কম কাজ। মনের ভিতর একটা ভয়ও কাজ করে। আমাদের ফটোশুট বলেন আর ফ্যাশন শো বলেন সবই একরকম বন্ধই হয়ে গেছে। ফটোশুট হাতে গোনা কয়েকটা হচ্ছে আমিও করছি কিন্তু আশা করছি আল্লাহ হয়তো সব ঠিক করে দিবে, ফুল দমে কাজে ফিরবো।
সবশেষে যদি আপনার পাঠকদের জন্য কিছু বলেন?
একটা কথাই বলব সবাই একটু সাবধানে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।
রাকিব বাবুর জীবনে যেন আবার সেই আগের কর্মব্যস্ত দিন ফিরে আসে এই কামনাই করি, আর আবারো জন্মদিনের শুভেচ্ছা আপনাকে।
রোমান রায়