বর্তমান সময়ে যে কয়েকজন ফটোগ্রাফার নিজেদের পরিশ্রম আর মেধা দিয়ে এগিয়ে চলছেন তারমধ্যে সুমন হোসাইন অন্যতম।এই তরুণ ফটোগ্রাফার নিজের যোগ্যতা দিয়ে ইতোমধ্যে সকলের কাছে বেশ আস্থা অর্জন করে নিয়েছেন।
অনেক অভিনেতা,অভিনেত্রী ও মডেলদের প্রথম পছন্দে রয়েছেন ফটোগ্রাফার সুমন হোসাইন।যদিও ফটোগ্রাফিতে শখের বশতঃ আসা,কিন্তু বর্তমান সময়ে তিনি ওয়েডিং ও ফ্যাশন ফটোগ্রাফিতে বেশ ব্যস্ত সময় পার করছেন।শুরুটা তার ২০১৪ সালে,প্রথমে ইউটিউব থেকে ফটোগ্রাফি সম্পর্কে ধারণা নিলেও পরে তিনি ফাউন্ডেশন কোর্স পাঠশালা থেকে ফটোগ্রাফির উপর প্রশিক্ষণ নেন। দেশীয় ফ্যাশন জগতে তার ফটোগ্রাফির বেশ সুনাম রয়েছে।
তাই তো তিনি ফ্যাশন শো খাদি,একসেন্ট,সানসিল্ক,ইয়ামাহা,ভাসাভি,ট্রিসমি’র কাজ করেছেন।শুধু দেশেই নয়,আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তার কাজের অভিজ্ঞতা।চলতি বছরের শুরুতেই ‘ইন্ডিয়া গোয়া স্টাইল উইক-২০২০’ শো’তে তিনি অংশ গ্রহণ করেন।জীবনে প্রথম কাজের সম্মানী ১০০০ টাকা পেলেও বর্তমানে নিজেকে অনেক দূর এগিয়ে নিয়েছেন তিনি।এখানেই থামতে চান না অদম্য এই তরুণ। সুমন হোসাইন স্বপ্ন দেখেন ফটোগ্রাফিতে শুধু বাংলাদেশে নয়,আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে নিয়ে যেতে চান।
রোমান রায়