লকডাউনের মধ্যে একটু স্বস্তি দিতে সংগীতশিল্পী এস এ রুবী হাজির হলেন নতুন গান নিয়ে। শিরোনাম ‘তুই ছাড়া মন মরা’। গানের কথা লিখেছেন শিল্পী নিজেই। সুর ও সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা চ্যাটার্জী।
সম্প্রতি তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘এস এ রুবী’তে গানটি প্রকাশ হয়েছে। রোমান্টিক ঘরনার গানটি সম্পর্কে রুবী বলেন, আমার ইউটিউব চ্যানেল নতুন হলেও গানের সাথে সম্পৃক্ত অনেক আগে থেকেই। বেতার, টেলিভিশন, মঞ্চ যখন যেখানেই গান করেছি, রেকর্ড করেছি, সবার আগে কোয়ালিটির দিকে নজর রেখেছি।
‘তুই ছাড়া মন মরা’ গানটি ইউটিউবে এস এ রুবী (S A RUBI) লিখে সার্চ দিলে যে কেউ উপভোগ করতে পারবেন। গানটি শুনে, দেখে যদি দর্শক-শ্রোতারা স্বস্তি পান তা হলেই আমার স্বার্থকতা।
রুবী বলেন, এ বছর শ্রোতাদের জন্য নানা ধরনের গান করার পরিকল্পনা আছে। বেশ কিছু গানের কাজ শুরু করেছি। সেগুলোরই একটি ‘তুই ছাড়া মন মরা’। এর গায়কীতে নিজেকে ভাঙার চেষ্টা করেছি। গানের পাশাপাশি ভিডিওতে একটি দারুণ গল্প আছে।
এছাড়াও তার চ্যানেলে সম্প্রতি প্রকাশ হওয়া গানগুলোর মধ্যে রয়েছে, উড়ু উড়ু মন, নদীতে এত জল, আমার হৃদয়ে তুমি, আমার মনের কুয়াশায়, ওরে ঢাক বলে এলোরে বৈশাখ, বন্ধু আমায় দুরের গল্প বল, শাড়ীর আঁচলে জড়ানো অভাব, বৌমা আমার কথা শোনেনা, আমার স্বপ্ন শুধু, এই চোখেতে কাজল, করোনার বিরুদ্ধে যুদ্ধ।
রোমান রায়