কঙ্গনা’র ডবল চমক

ডবল চমক নিয়ে হাজির হচ্ছেন বলিউড ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানৌত। পর তার অভিনীত দুটি ছবি মুক্তি পাচ্ছে এগুলো, ‘মণিকণির্কা: দ্য কুইন অফ ঝাঁসি’ ও ‘মেন্টাল হ্যায় কিয়া’। আসছে আগস্টে মুক্তি পাচ্ছে ঐতিহাসিক কাহিনীনিভর্র আলোচিত ছবি ‘মণিকণির্কা: দ্য কুইন অফ ঝাঁসি’। আর ‘মেন্টাল হ্যায় কিয়া’ ছবিটি আগামী বছরের ২২ ফেব্রুয়ারি মুক্তির মিছিলে রয়েছে। জানা গেছে, ‘মণিকণির্কা: দ্য কুইন অফ ঝাঁসি’ ছবিতে কঙ্গনা ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রে অভিনয় করছেন। স্বাতি ভিশের পরিচালনায় এই ছবিতে লক্ষ্মীবাইয়ের ভূমিকায় আছেন দেবিকা ভিশে। এদিকে, ‘মেন্টাল হ্যায় কিয়া’ ছবিতে কঙ্গনার নায়ক রাজকুমার রাও। টুইটারে এক অদ্ভুত ভিডিও শেয়ার করে ছবি মুক্তির ঘোষণা দিলেন এ জুটি। এক্সপেরিমেন্ট চালানোর জন্য বলিউডে দুজনই দারুণ জনপ্রিয়। কুইন ছবির পর ফের দুজনকে একসঙ্গে বড়পদার্য় দেখতে পাবে দশর্ক। মানসিক স্বাস্থ্য নিয়ে নিমির্ত চলচ্চিত্র ‘মেন্টাল হ্যায় কিয়া’ তে দুজনের পাগলামোর চূড়ান্ত আভাস মিলছে ইতোমধ্যেই। তারই এক ঝলক দেখা গেল ছবির প্রযোজনা প্রতিষ্ঠান বালাজি মোশন পিকচাসর্-এর এক টুইটে।
প্রতিবেদক, বিনোদন বিচিত্রা