করোনা প্রতিরোধে হোমিওপ্যাথিক ওষুধের অনুমোদন

সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ ইন হোমিওপ্যাথি (ক্যাশ)-বাংলাদেশ প্রা’ণঘাতী ক’রোনাভা’ইরাসের প্রতিরোধক হিসেবে হোমিওপ্যাথিক ওষুধ আর্সেনিকাম অ্যালবাম-২০০ অনুমোদন করেছে। রাজধানীর ১/১ কমলাপুর বাজার সড়কের রহমান ম্যানশনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত ক্যাশ-বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এক জরুরি আলোচনা সভায় উপস্থিত হোমিওপ্যাথিক চিকিৎসকদের মতামতের ভিত্তিতে এই অনুমোদন দেয়া হয়। চিকিৎসকরা অভিমত দেন যে ওষুধটি নিয়মিত সেবন করলে দেহে রো’গ প্রতিরোধ ক্ষমতা সক্রিয় হয়ে ওঠে এবং মানুষের শরীরে এন্টিবডির সৃষ্টি হয়।
ফলে ক’রোনাভা’ইরাসের সং’ক্রমণ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা থাকে। ওষুধ সেবনের নিয়ম হলো পরপর তিন দিন সকালে খালি পেটে এক মাত্রা তরল ওষুধ সেবন করা এবং ২০ দিন পর একই নিয়মে তিন দিন সকালে ওষুধ সেবন করা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ক্যাশের সভাপতি ডা: এম এ কাদের, সাধারণ সম্পাদক ডা: মো: আব্দুল মজিদ, সহসভাপতি ডা: মো: কামরুজ্জামান ভূঁইয়া, ডা: মো: জাহাঙ্গীর, ডা: মো: আশরাফুর রহমান, ডা: সাইদুর রহমান কামাল, যুগ্ম সচিব ডা: তারেকুজ্জামান সোহেল, সাংগঠনিক সম্পাদক ডা: আতাহার আলী, ডা: মো: লুতফর রহমান, ডা: লিটন কান্তি ভৌমিক, ডা: আনোয়ার এইচ বিশ্বাস, ডা: আয়েশা সিদ্দিকা, ডা: কামরুন্নাহার মুন্নি, ডা: আবু তাহের, ডা: আ ন ম কামরুল হক প্রমুখ।
সূত্রঃ নয়াদিগনন্ত