যখন সবকিছু থেমে যায়

মেধাবী নাট্য রচয়িতা ও নির্মাতা সুমন আনোয়ারের নির্দেশনায় এবারই প্রথম নাটকে অভিনয় করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। সম্প্রতি মোনালিসা সুমন আনোয়ারের রচনা ও নির্দেশনায় ‘যখন সবকিছু থেমে যায়’ নাটকের শুটিং শুরু করেছেন। নাটকে মোনালিসা ‘মোনা’ চরিত্রে অভিনয় করছেন। এতে তার বিপরীতে আছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তিনিও এই নাটকে নিশো চরিত্রেই অভিনয় করছেন। নাটকের গল্প প্রসঙ্গে সুমন আনোয়ার বলেন, ‘মোনা ও নিশো একে অপরকে পছন্দ করে, ভালোবাসে। মোনা উচ্চবিত্ত এবং নিশো মধ্যবিত্ত পরিবারের সন্তান। কিন্তু তারপরও মোনার পরিবার একসময় নিশোর সঙ্গে বিয়ে দিতে সম্মত হয়। কিন্তু বিয়ের ঠিক আগেই নিশোর চাকরি চলে যায়। বিয়ে নিশোকে করতেই হবে মোনাকে, কিন্তু প্রয়োজন অনেক অর্থের। ঠিক এমন সময় একটি কিডন্যাপ হওয়া মেয়েকে ঢাকার বাইরে জঙ্গলে ফেলে দিয়ে আসার কাজ পায়। মেয়েটিকে যখন জঙ্গলে ফেলে আসতে দিয়ে যাবে তখন নিশো দেখে এ যে তারই ভালোবাসার মানুষ মোনা। এগিয়ে যায় গল্প।’ মোনালিসা বলেন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল সুমন আনোয়ার ভাইয়ের নির্দেশনায় কাজ করার। কারণ আমি জানি তিনি গুণী একজন পরিচালক। অবশেষে এই নাটকে অভিনয় করার মধ্যদিয়ে আমার অনেকদিনের ইচ্ছে পূরণ হলো। আশা করছি এটি খুউব ভালো একটি নাটক হবে।’ নির্মাতা সুমন আনোয়ার জানান আসছে কোরবানির ঈদে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে। এদিকে গেল ঈদে মোনালিসা মোস্তফা কামাল রাজের ‘অনুভবে’, আশফাক নিপুণের ‘হয়তো তোমার কাছেই যাব’ এবং মোরসালিন শুভর ‘কোম্পানির প্রচারের স্বার্থে’ নাটকে অভিনয়ের জন্য বেশি সাড়া পান। এদিকে ঈদের পরপরই মোনালিসা সজলের বিপরীতে শরীফের নির্দেশনায় ‘লুকিয়ে ভালোবাসি তারে’ নাটকে অভিনয় করেছেন। আগামী মাসেই তিনি তার বর্তমান আবাসস্থল আমেরিকায় ফিরে যাবেন বলে জানান মোনালিসা। শিগগিরই আরটিভিতে অনিন্দ্য মামুনের গ্রন্থনায় ও পূর্ণিমার উপস্থাপনায় ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানের অতিথি হিসেবে দেখা যাবে মোনালিসাকে।
আলমগীর কবির