করোনাভাইরাস নিয়ে বাংলাদেশে নির্মিত হচ্ছে ছবি। নাম ‘কোভিড – ১৯ ইন বাংলাদেশ’, পরিচালনা করছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। গেল ২৭ মে থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় শুটিং শুরু হয়েছে। অংশ নিয়েছেন বাপ্পি চৌধুরী ও অধরা খান।
ছবিটি প্রসংগে চিত্রনায়িকা অধরা বলেন, করোনার মধ্যে করোনা নিয়ে একটি ছবিতে অভিনয় নতুন অভিজ্ঞতা। আমরা স্বাস্থ্যবিধি মেনে অভিনয় করেছি। কমলাপুর রেলস্টেশন ও আশেপাশের এলাকায় শুটিং হয়েছে।
নির্মাতা ডায়মন্ড এ প্রসঙ্গে জানান করোনা ভাইরাস নিয়েই ছবিটির গল্প। কোনরকম সমস্যা ছাড়াই ২৭, ২৮ ও ২৯ মে শুটিং সম্পন্ন হয়েছে। বাপ্পি চৌধুরী প্রায় দুই মাস পর শুটিংয়ে অংশ নিয়েছেন। সচেতনতার সাথেই শুটিং করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, পরিচালনার পাশাপাশি ছবিটির চিত্রনাট্যও রচনা করছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। প্রযোজনায় রয়েছেন শবনম শেহনাজ চৌধুরী। জানা গেছে পরিস্থিতি স্বাভাবিক হলে ছবিটি মুক্তি দেয়া হতে পারে। নামও পরিবর্তিত হতে পারে।
রোমান রায়