বিশ্বজুড়ে সকলের স্বস্তি কেড়ে নিয়েছে নোভেল করোনা ভাইরাস। ঈদ মানে আনন্দ। তবে এবার অদৃশ্য করোনা ভাইরাস পাল্টে দিয়েছে জনজীবন থেকে শুরু করে বিনোদনের সকল স্তর। করোনার কারনে বিপাকে পড়েছেন চলচ্চিত্রর নিম্ন আয়ের শিল্পীরা। তাদের পাশে দাঁড়িয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতি। নিম্ন আয়ের সে সব শিল্পীদের জন্য শিল্পী সমিতিতে আর্থিক সহায়তা দিলেন আশির দশকের জনপ্রিয় নায়িকা রোজিনা। বরাবরই তিনি শিল্পীদের পাশে থেকেছেন। গতকাল শুক্রবার শিল্পী সমিতিতে এসে সাধারণ সম্পাদক জায়েদ খানের হাতে এ অর্থ সহায়তা তুলে দেন নায়িকা রোজিনা।
উল্লেখ্য, ১৯৭৭ সালে ‘আয়না’ ছবিতে ছোট একটি চরিত্রে শায়লা নাম নিয়ে প্রথম দর্শকের সামনে আসেন রোজিনা। এরপর ‘রাজমহল’ ছবিতে নায়িকা হিসেবে তার অভিষেক হয়। ছবিটি ১৯৭৮ সালে মুক্তি পায়। ছবিটি সে সময় সুপার ডুপার হিট করায় রোজিনাকে আর ফিরে তাকাতে হয়নি। পুরো আশির দশকে রোজিনা ছিলেন ঢালিউডের চাহিদা সম্পন্ন নায়িকা।
রোমান রায়