সোহাগের কোরিওগ্রাফিতে গৃহবন্দি ছন্দে ঈদ আনন্দে

শিল্পীরা অলস ঘরে বসে থাকতে পারে না থাকতে ও চায় না। দেশের এই ক্রান্তিলগ্নে যেহেতু কেউ ঘর থেকে বের হতে পারছে না সকল প্রকার শুটিং বন্ধ।এই মুহূর্তে দর্শকদের কি একটু স্বস্তি ফিরিয়ে দেওয়ার জন্য একঝাঁক স্বেচ্ছায় গৃহবন্দী নৃত্যশিল্পী তারকা দের পরিবেশনায়, এবং চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় নিত্য পরিচালক এবং নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার এর পরিকল্পনা এবং নৃত্য পরিচালনায় এটিএন বাংলায় প্রচারিত হবে এই ব্যতিক্রমধর্মী নৃত্য অনুষ্ঠান।অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের তৃতীয দিন এবং সপ্তম দিন রাত ১১ টায়।
এই দুইটি অনুষ্ঠানে যারা পারফরম্যান্স করবে তাদের মধ্যে অন্যতম নাদিয়া আহমেদ সোহেল রহমান, মেহজাবিন চৌধুরী, চাঁদনী, ইভান শাহরিয়ার সোহাগ, লিখন রায়, ভাবনা, পারসা ইভানা, ইভান, রিদি শেখ, মিম চৌধুরী, রাসেল, সিনথিয়া, আসাদ খান, লাবণ্য, শাওন, প্রথমা, অর্ণব। এবং পৃথিবীর এই খারাপ দিনগুলোতে একটু হাসি ফুটানোর জন্য আমাদের এ আয়োজন আয়োজন এখান থেকে যদি কোন পারিশ্রমিক আমরা পাই সেইটার অর্ধেকটা আমরা স্বল্পআয়ের নিত্য শিল্পীদের মধ্যে ঈদের উপহার পৌঁছে দেবো।
এবং আমার এই কাজের পিছনে সবচেয়ে বেশি যে উৎস প্রদান করেছে এবং সহযোগিতা করেছে সে হচ্ছে আমার মিডিয়ার সবচেয়ে বড় অভিভাবক প্রিয় মানুষ প্রিয় উপস্থাপক আনজাম মাসুদ।
রোমান রায়