চলমান করোনাভাইরাস মহামারীর এই লকডাউনে অন্য সবার মতোই ঘরবন্দী সময় পার করছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় ও সুন্দরী গায়িকা মাহফুজা মম। তবেই এই সময়টায় ঘরে বসে তিনি দারুন একটি কাজ করেছেন। আর সেটি হলো তিনি তিনজন মিউজিশিয়ানসহ যার যার বাসায় থেকেই একটি কাভার সং গেয়েছেন এবং সেটির ভিডিও করেছেন। বাউল সম্রাট শাহ আবদুল করিমের লেখা বহুল শ্রোতাপ্রিয় গান “কেন পিরিতি বাড়াইলারে বন্ধু” গানটি মম ঘরে বসে করেছেন।
গানটি নিয়ে সুরেলা গায়িকা মাহফুজা মম বলেন, যদি আমার গানটা সবার ভাল লাগে তাতেই আমার সন্তুষ্টি। আর অবশ্যই সীমিত সুবিধার মধ্যে গানটি করা হয়েছে বলে ভুলত্রুটি ক্ষমা করবেন সবাই। গানটির মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন হানিফ আহম্মেদ। এটির ড্রামস বাজানো এবং সম্পাদনাও করেছেন তিনি। গানটির গিটার বাজিয়েছেন তুহিন আহমেদ। আর কীবোর্ড বাজিয়েছেন রাহাত হাসান। মাহফুজা মম জানান, তিনি নিজের নামে করা অফিসিয়াল ইউটিউব থেকে প্রকাশিত এই গানটির ভিডিওতে অংশ নিয়েছেন তিনি, হানিফ আহম্মেদ, তুহিন আহমেদ ও রাহাত হাসান।
এমন একটি গান করার কারণ সম্পর্কে মাহফুজা মম বলেন, কারণ হচ্ছে দেশের এই মহামারীতে নিজেকে ভাল রাখা, মানুষকে ভাল রাখার চেষ্টা করা। তাই ঘরে বসে বসে যে যার জায়গা থেকে মোবাইল ফোনে এই গানটা করে সবার মনে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি আমরা। তাছাড়া আপনারা সবাই জানেন, আমরা পাখির মতো উড়ে গিয়ে দেশ বিদেশের বিভিন্ন স্টেজ প্রোগ্রামে গান করি। কিন্তু এই বৈশ্বিক মহামারীতে দীর্ঘ অনেক দিন আমরা গান থেকে দূরে। সবাই একেবারেই ঘরবন্দী হয়ে পরেছি। কোথাও যেতে পারছি না, কাজ করতে পারছি না। তাই ঘরে বসেই আমরা চেষ্টা করেছি কিছু একটা করার। সেটিই হলো এই গানটি।
মম জানান, শাহ আবদুল করিমের জনপ্রিয় গান “কেন পিরিতি বাড়াইলারে বন্ধু” গানটির আগে গেলো ২৩ এপ্রিল তার গাওয়া পাহাড়ি গানের ম্যাসআপ “কালো জলে কুচলা তলে” তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে। পাহাড়ি গানের ম্যাসআপ “কালো জলে কুচলা তলে”। গানটি প্রকাশের পর থেকে নিজের গায়কী এবং একজন পাহাড়ি কন্যার বেশে গানে গানে নিজেকে উপস্থাপনের জন্য বেশ প্রশংসিত হচ্ছেন মাহফুজা মম। গানটির সঙ্গীতায়োজন করেছেন নোমান সজীব। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মোহন ইসলাম।
এই গানটি প্রসঙ্গে মাহফুজা মম বলেন, লকডাউনের আগেই তৈরি করেছিলাম। গানটি প্রকাশিত হওয়ার মাত্র কয়েকদিনেই এটি সবার প্রশংসা পেয়েছে। গানটি দেখে অনেকেই আমার গায়কী এবং মিউজিক ভিডিওতে আমার সাবলীল উপস্থিতি তাদের ভালো লেগেছে।
এই জনপ্রিয় গায়িকা এই প্রতিবেদককে আরও জানান, গেলো বছরের শেষ মাসে সঙ্গীতার ব্যানারে তার গাওয়া “স্বপ্ন” গানটি প্রকাশিত হয়। ওই গানে তার সহশিল্পী ছিলেন শাহরিয়াদ বেলাল। গানটি লিখেছেন সালেহ আহমেদ মনা। শাহরিয়াদ বেলালের সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।
জানা যায়, ২০১৭ সালে “বাকীর ফসল” গানটি গেয়ে বেশি আলোচনায় আসেন সুরেলা কণ্ঠের সুন্দরী গায়িকা মাহফুজা মম। ওই সময় গানটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিলো। গানটির গীতিকার ছিলেন শাহান কবন্ধ। সুর ও সঙ্গীতায়োজন করেছিলেন জুয়েল মোর্শেদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন রত্নাজিৎ রায়।
মাহফুজা মম দেশে এবং দেশের বাইরের স্টেজ শোর একজন মঞ্চ মাতানো গায়িকা। কিন্তু করোনা’তে এখন গৃহবন্দী তিনি। ঘরবন্দী থাকা নিয়ে মম বলেন, সবাই যার যার ঘরে নিরাপদে থাকি, সবাইকে নিরাপদে রাখি। কারও একা বেঁচে থাকার মাঝে কোন সুখ নেই। সকাইকে নিয়ে একসঙ্গে বাঁচার মধ্যেই প্রকৃত সুখ। তাই আমার বিশ্বাস আমরা সবাই আবারও একত্রিত হবো। আমরা একসঙ্গে আবারও পথ চলবো আগামীর সুন্দর পৃথিবীতে – ইনশাআল্লাহ। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
রোমান রায়