কভিড ১৯ আক্রান্ত নিউইয়র্কবাসীর পাশে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ

বৈশ্বিক মহামারী কভিড -১৯ আক্রান্ত নিউইয়র্কবাসীর পাশে দাঁড়িয়েছে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরীর নেতৃত্বে নিউইয়র্কের জ্যাকসন হাইটস থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। করোণা আক্রান্ত হয়ে যেসব পরিবার ঘর থেকে বের হতে পারছেন না অথবা বয়োজ্যেষ্ঠ যারা ঘর থেকে বেরিয়ে বাজার করতে পারছেন না এইসব পরিবারের ১৫দিনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের কর্মকর্তারা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, খেজুর, আলু, লবণ, চিনি, চা, পাতা ডানো দুধ, চিড়া, মুড়ি ছোলা। উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুল কাদের মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী খান লিটন, সাংগঠনিক সম্পাদক মতিউর চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য হাজী জাফরউল্লাহ, নির্বাহী সদস্য এটিএম মাসুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকেও এই কার্যক্রম অব্যাহত রাখা হবে।
আকবর হায়দার কিরণ