দেশে বর্তমানে করোনা পরিস্থিতির জন্য সবকিছু যেনো স্থবির হয়ে আছে। গৃহবন্দী’তে আছে সবাই। প্রকৃতির কাছে মানুষের সমস্ত জ্ঞান,বিজ্ঞান বড় অসহায় আজ। করোনা সংকটের জন্য উৎসবের রঙ অনেকটাই ফিকে। তবুও থেমে নাই যাপিত জীবনের কর্মকাণ্ড। তাই আসন্ন ঈদ উৎসবে খানিকটা বর্ণিল করতে দেশের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড ‘বিশ্বরঙ’- এ থাকছে ঘরে বসেই ঈদ শপিং করার চমৎকার সুযোগ। তাদের নিজস্ব ওয়েব সাইট www.bishworang.com এবং bishworamgfanclub ফেসবুক পেইজের মাধ্যমে অনলাইনে ঘরে বসেই কিনতে পারবেন আপনার পছন্দের ডিজাইনের ঈদ পোশাক। এখানে স্টোরের মতোই সব পণ্যই মিলবে অনলাইনে।
স্বাভাবিক সময়ের মতোই মনমাতানো সব বাহারি ডিজাইনের কালেকশন থাকছে। নারী,পুরুষ এবং বাচ্চাদের পোশাক পাওয়া যাচ্ছে। নতুন পোশাক ক্রয়ে ক্রেতা আগ্রহ বাড়াতে থাকছে মূল্যছাড় ক্যাম্পেইন। অনলাইন প্ল্যাটফর্মে কেনাকাটায় থাকছে সকল পণ্যে ১০% মূল্য ছাড় সুবিধা।এবং করোনার সময়ে ঘরে বসে ঈদের পোশাক মিলবে বাড়তি ডেলিভারি চার্জ ছাড়াই।পণ্য পৌঁছে দেবে দিনে দিনেই। পাশাপাশি সারাদেশের গ্রাহকরাও পাবেন বাড়িতে বাড়তি মূল্যছাড়সহ ডেলিভারির সুবিধা বিনামূল্যে।’বিশ্বরঙ’-এর কর্ণধার ও প্রধান ডিজাইনার বিপ্লব সাহা জানান, সামাজিক দূরত্ব এবং সব ধরনের সুরক্ষা নিশ্চিত করে সকল স্বাস্থ্যবিধি মেনে স্টোর ও অনলাইন প্ল্যাটফর্মে করোনা সচেতনতা নিয়ে থাকবে প্রচারণাও। পোশাক ডেলিভারির সময় পূর্ণ নিরাপত্তার সাথে সুরক্ষিত ভাবে মাস্ক, গ্লাভস ও হ্যান্ডসেনিটাইজার ব্যবহার করা নিশ্চয়তা থাকবে। ‘বিশ্বরঙ’- এর কাস্টমার কেয়ার-০১৮১৯২৫৭৭৬৮।
রোমান রায়