না ফেরার দেশে চলে গেলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা ইরফান খান। গতকাল সকাল ১১টায় মাত্র ৫৪ বছর বয়সে মারা গেলেন তিনি। গত মঙ্গলবার কোলন ইনফেকশনের কারণে হাসপাতালে ভর্তি হন ইরফান। ইরফানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। গত মঙ্গলবার লকডাউনের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইরফান। তাকে ভর্তি করা হয় মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুবাই হাসপাতালে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় ইরফানকে। এর আগে গত ২৫ এপ্রিল মারা যান ইরফানের মা। লকডাউনের কারণে শেষবারের মতো মা’কে দেখতে পারেননি তিনি।
২০১৮ সালে পিকু সিনেমা মুক্তির পরপরই নিউরোএন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত হন ইরফান। এরপর লন্ডনে চিকিৎসা গ্রহণ করেন তিনি। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ‘আংরেজি মিডিয়াম’ সিনেমায় শুটিংয়ের জন্য ভারত ফিরেন। কাজ শেষে ইরফান ফিরে যান লন্ডন। তারপর সেপ্টেম্বরে ফিরে আসেন তিনি।
প্রসঙ্গত, ইরফান অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে সালাম বোম্বে, মকবুল, দ্য লাঞ্চবক্স, হায়দার, পিকু, হিন্দি মিডিয়াম ইত্যাদি। তিনি মোস্তফা সরওয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমাতেও অভিনয় করেন। সর্বশেষ ইরফান অভিনীত সিনেমা ‘আংরেজি মিডিয়াম’ লকডাউনের মাঝে ১৩ মার্চ মুক্তি পায়। সিনেমাটি ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ডিজনি হটস্টারে মুক্তি পায় ৬ এপ্রিল।
রোমান রায়