বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। এরই মধ্যে বাংলাদেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে শতাধিক মানুষ মারা গেছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। করোনা মোকাবিলায় ইতিমধ্যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকার এ ভাইরাস মোকাবিলায় জোর প্রচেষ্টা চালাচ্ছে।এদিকে খেটে-খাওয়া শ্রমজীবীরা মানুষেরা পড়েছেন বিপদে। কাজের অভাবে তাদের পরিবারে খাদ্য সংকট দেখা দিয়েছে। এমতাবস্থায় দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ এই অসহায় মানুষদের পাশে এসে বিভিন্ন সাহায্য সহযোগিতা করছেন।পিছিয়ে নেই বিনোদন জগতের মানুষেরাও। ১৮ এপ্রিল গাজীপুরের মৌচাক এলাকায় কর্মহীন ও অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ডিএ তায়েব ফাউন্ডেশন ও ডিএ তায়েব ফ্রেন্ডস ক্লাবের যৌথ উদ্যোগে। এসময় সেখানে উপস্থিত ছিলেন,ডিএ তায়েব ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা চেয়ারম্যান মাহবুবা শাহরিন এবং ডিএ তায়েব ফাউন্ডেশনের গাজীপুর জেলার সভাপতি দেলোয়ার হোসেন মাইজভান্ডারি,সাধারণ সম্পাদক অভিনেতা মজিবর রহমান রানা, হুমায়ুন, সার্বিক সহযোগিতায় ডিএ শিপন অর্থ সম্পাদক ডিএ তায়েব ফ্রেন্ডস ক্লাব কেন্দ্রীয় কমিটি। করোনা ভাইরাসের কারণে দেশের অসহায় মানুষদের মাঝে ডিএ তায়েব ফাউন্ডেশন ও ডিএ তায়েব ফ্রেন্ডস ক্লাব যৌথ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে।
রোমান রায়