অবশেষে ক্যামেরার সামনে আঁচল, সঙ্গে নিরব

চিত্রনায়িকা আঁচল লম্বা বিরতির পর আবার কাজে ফিরছেন। চিত্রনায়ক নিরবের সঙ্গে জুটি বেঁধে নতুন কাজে দেখা যাবে আঁচলকে। নিরব-আঁচল জুটি বেঁধে বিপণন প্রতিষ্ঠান প্রাণের খাবারজাত পণ্যের ফটোশুটে অংশ নিয়েছেন। এরই মধ্যে দিয়ে নিরব-আঁচলকে প্রথমবার জুটি বাঁধতে দেখা যাবে। নায়িকা আঁচল বলেন, লম্বা সময় বিরতি নিয়েছিলাম। আগের মতো কাজ করার জন্য আমি প্রস্তুত। তার আগে নিরবের সঙ্গে প্রাণের ফটোশুটে অংশ নিলাম। আগামীতে সিনেমাতেও কাজ করা হবে। আমি মনে করি, দর্শকরা আমরা দুজনের অংশগ্রহণে কাজটি পছন্দ করবেন। পাশাপাশি পণ্যটির প্রচারণাও ভালো হবে। এদিকে ‘আব্বাস’ ও ‘হৃদয় জুড়ে’ নামে দুই ছবিতে কাজ করছেন নিরব। শুরু করবেন আরেক ছবির ‘অফিসার রিটার্নস’-এর শুটিং। মূলত চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকলে বছরে দু-একবার নামী পণ্যের বিজ্ঞাপন-ফটোশুটে দেখা যায় নিরবকে।